টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
তিনবার সংসদীয় কমিটির সভায় থাকার অনুরোধ জানালেও যাননি স্বাস্থ্যের ডিজি

তিনবার সংসদীয় কমিটির সভায় থাকার অনুরোধ জানালেও যাননি স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় উপস্থিত থাকার অনুরোধ জানালেও তিনি সাড়া দেননি। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এ বৈঠকে কোভিড-১৯ মহামারি শুরুর পর এ পর্যন্ত কত টাকার মাস্ক ও কিট ক্রয় করা হয়েছে, ভ্যাকসিন সংকট মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ভ্যাকসিন জিটুজি নাকি এজেন্টের মাধ্যমে আনা হচ্ছে, কোভিড-১৯ মোকাবিলায় আইসিউ ও অক্সিজেনের বর্তমান অবস্থা ও সম্ভাব্য সংকট থেকে উত্তরণ নিয়ে আলোচনা করা হয়।

সংসদীয় কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈঠকে উপস্থিত থাকার জন্য ডিজিকে তার পিএসের মাধ্যমে কমপক্ষে তিনবার অনুরোধ জানানো হয়েছে। তারপরও তিনি কমিটির বৈঠককে গুরুত্ব দেননি। কমিটির সভাপতি এ নিয়ে ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন। যদি ব্যবস্থা নেওয়া না হয়, তবে বিষয়টি সংসদে অধিবেশনে উত্থাপন করা হতে পারে বলে সভাপতি মিটিংয়ে জানান।

তিনি অরও জানান, স্বাস্থ্যের ডিজি বৈঠকে না আসায় কমিটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital