সোমবার বেলা ১১টার দিকে র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার (২০ জুন) রাতে র্যাবের পৃথক দুটি অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে একটি কিশোর গ্যাং গ্রুপের আট সদস্য এবং রায়ের বাগ এলাকা থেকে কিশোর গ্যাং গ্রুপের আট সদস্যকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।