টাংগাইলের নাগরপুরে চলনবিলের আলো পত্রিকার পরিবারের উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল ১১ ঘটিকায় মুক্তাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের সার্বিক সহযোগিতায় সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতনের সভাপতিত্বে এ মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: রফিকুল ইসলাম রনি ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালে যুক্ত হয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি মো.আকতারুজ্জামান বকুল চলনবিলের আলোর এই মাস্ক বিতরনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলাসহ সাধারণ মানুষের পাশে অংশগ্রহণ প্রশংসনীয়।
করোনাভাইরাসের সংক্রমণরোধে ও সচেতনতা সৃষ্টি করতে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা এবং পথে সচেতনতামূলক প্রচারণা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও বিভিন্ন পরিবহনে চালক-যাত্রীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত মুক্তাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর পরিচালক ও ভ্রাম্যমাণ প্রতিনিধি ডা: এম.এ.মান্নান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর মহিলা কলেজের প্রভাষক মোঃ মামুন মিয়া, নাগরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.এরশাদ মিয়া, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির , সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক আজিজুর হক বাবু,সাংবাদিক তোফাজ্জল হোসেন তুহিন, মেডিকেল অফিসার ডা.মো.কাউছার খান, সহকারি ম্যানেজার মো.সজিবুর হাসান, প্রমুখ।
পর্যায়ক্রমে পুরো উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আরও মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।