পাবনার চাটমোহরে খালের পানিতে ডুবে মাসুম হোসেন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
২৬ জুন শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মাসুম উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামের আবু বকরের ছেলে। এলাকাবাসী জানান, শিশু মাসুম সবার অগোচরে বাড়িরে পাশের খালের পানিতে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে খালের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী শিশু মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।