“সোনালী আঁশের সোনার দেশ মুজিববর্ষে বাংলাদেশ” এ শ্লোগানে চাটমোহরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে চাটমোহরের পাট উৎপাদনকারী চাষীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ও ২৬ জুন শুক্রবার ও শনিবার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তন-১ এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালার ২৬ জুন শনিবার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক হাজ্জাজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ পরিচালক আব্দুল কাদের, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ, পাবনা জেলা পাট চাষী সমিতির সভাপতি সুনীল কুমার চন্দ্র, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ বাচ্চু মিয়া প্রমূখ।
সনাতন পদ্ধতিতে পাট চাষ বাদ দিয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং পাট চাষ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় চাটমোহরের বিভিন্ন ইউনিয়নের ১০০ জন পাট চাষী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।