টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
‘আফগানিস্তানে তালেবান শাসন করলে সীমান্ত বন্ধ করবে পাকিস্তান’

‘আফগানিস্তানে তালেবান শাসন করলে সীমান্ত বন্ধ করবে পাকিস্তান’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি বলেছেন, মার্কিন সেনাপ্রত্যাহারের পর আফগানিস্তানে সহিংসতা ও অরাজকতা ছড়িয়ে পড়তে পারে। তালেবান যদি প্রতিবেশী দেশটির কর্তৃত্ব গ্রহণ করে, তবে পাকিস্তান সীমান্ত বন্ধ করে দেবে।

কেন্দ্রীয় শহর মুলতানে একটি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে রবিবার (২৭ জুন) তিনি এমন মন্তব্য করেন। কুরাইশি জানান, পাকিস্তান ইতিমধ্যে ৩০ লাখ ৫০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এরপর আর কোনো শরণার্থীকে গ্রহণ করতে পারবে না।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান অব্যাহত চেষ্টা চালিয়ে যাবে জানিয়ে কুরাইশি বলেন, আমরা আর কোনো শরণার্থী নিতে পারব না। আমাদের সীমান্ত বন্ধ করে দিতে হবে। জাতীয় স্বার্থেই আমাদের নিরাপত্তাবিধান করতে হবে। প্রতিবেশী দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পাকিস্তান স্বাগত জানাবে বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital