সোমবার বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সামিরুল একই গ্রামের আব্দুল আলীর ছোট ছেলে। নিহতের মামা ওয়াহেদ জানান, বর্ষায় হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় সামিরুলের বাড়ির সামনের ক্ষেতে পানি জমে। ওই ক্ষেতে জমানো পানির নিচে গর্ত ছিল। সেই গর্তে খেলার সাথীদের অজান্তে ডুবে যায় আমার ভাগিনা। খেলার সাথীরা তাকে দেখতে না পেয়ে বাড়িতে এসে বিষয়টি জানায়। পরে বাড়ির লোকজন ওই গর্ত থেকে সামিরুলকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খালিয়াজুরীর থানার ওসি মো. মুজিবুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।