সোমবার সকাল ৯টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে তার লাশ পাওয়া যায়। এর আগে রোববার সকাল ৯টার দিকে নিখোঁজ হয় ইসরার। সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিলো।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক রুবেল হোসাইন বলেন, একদিন পর লাশটি পাওয়া গেল। পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।