টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
মগবাজারে বিস্ফোরণে মিথেন গ্যাসের অস্তিত্ব মিলেছে : আইজিপি

মগবাজারে বিস্ফোরণে মিথেন গ্যাসের অস্তিত্ব মিলেছে : আইজিপি

রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড় এলাকায় বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে নাশকতার আলামত মেলেনি। তবে সেখানে মিথেন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইজিপি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

পরিদর্শনের সময় প্রাথমিকভাবে বেনজীর আহমেদ বলেন, ‘এটি একটি একমুখী ধ্বংসযজ্ঞ। বোমা হলে চতুর্মাত্রিক ধ্বংসযজ্ঞ হতো। তবে সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হবে।’

বিস্ফোরণ ও ব্যাপক হতাহতের কারণে ঘটনাটিকে সব আঙ্গিকে তদন্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিমধ্যে ফায়ার সার্ভিস তদন্ত কমিটি করেছে। যদিও পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বোম্ব ও এক্সপ্লোসন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি তলিয়ে দেখা হবে। তদন্ত শেষে ফায়ার সার্ভিস ঘটনার কারণ জানাবে এবং আমাদের তদন্ত কমিটিও কারণ জানাবে।’

ঘটনার ধরন বিশ্লেষণ করে আইজিপি আরও বলেন, ‘এটি একটি একমুখী ধ্বংসযজ্ঞ। বোমা হলে চতুর্মাত্রিক ধ্বংসযজ্ঞ হতো। এখন পর্যন্ত গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্যকিছু আমরা খুঁজে পাইনি। বিস্ফোরণ ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস তাদের গ্যাস ডিটেক্টর নিয়ে আসবে এবং তারপরে দেখা যাবে ভেতরে গ্যাসের অস্তিত্ব আছে কি-না।’

এসময় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হয়ে সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়ে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘আপাতত অন্য কারণে শঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এই পর্যায়ে কোনো কমেন্ট না করি, সিদ্ধান্ত না দেই। এক্সপার্ট অপিনিয়ন আসুক এরপর বোঝা যাবে কী ঘটেছিল। এই পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করি।’

গতকাল রোববার সন্ধ্যার ওই বিস্ফোণে হাসপাতাল সূত্রে সংবাদমাধ্যমগুলো ৭ জনের মারা যাওয়ার খবর প্রকাশ করলেও আজ পরিদর্শনকালে আইজিপি ৬ জন মারা যাওয়ার কথা জানান। এ ছাড়া এ ঘটনায় প্রায় পাঁচশতাধিক মানুষ আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরলেও এখনো রাজধানীর পাঁচটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৫০ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপতাল কর্তৃপক্ষ।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্ধশতাধিক মানুষ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital