সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাস বিস্তার রোধে উপজেলার বিভিন্ন হাটবাজারের রেস্টুরেন্ট সহ গুরুত্বপূর্ণ সড়কপথে করোনাভাইরাস সচেতনতামূলক অভিযান সহ মোবাইল কোর্ট পরিচালনা করে,উপজেলা নির্বাহী কর্মকর্তা(নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ রায়হান কবী।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে করোনা ভাইরাস সংক্রমন সচেতনতায় সরকারী বিধিনিষেধ না মানায় উপজেলার সদরের (রাধাকৃষ্ণ) রেস্টুরেন্ট কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ রায়হান কবীর জানান করোনাভাইরাস প্রতিরোধে জনস্বার্থে সচেতনতামূলক অভিযান সহ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।