২৯ জুন মঙ্গলবার দুপুরে চাটমোহর উপজেলা এজেন্সী অফিস কতৃক আয়োজিত উপজেলা পরিষদ সংলগ্ন জীবন বীমা কর্পোরেশন অফিস প্রাঙ্গনে এ মৃত্যুদাবির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চেক প্রদান আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চাটমোহর উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ ফিরোজুর রহমান।
মৃত ছালমা খাতুনের মৃত্যুতে নমীনী তার মাতা আমেনা বেগম এক লক্ষ চৌত্রিশ হাজার চারশত বত্রিশ টাকার চেক গ্রহণ করেন। ষ্ট্রোক জনিত কারনে মৃত ছালমা বেগম গত ১৬ ফেব্রুয়ারী ২০২১ তারিখে মৃত্যুবরণ করেন। মৃত ছালমা মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা।
স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে মরণোত্তর চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটমোহর শাখার উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উন্নয়ন কর্মকর্তা শেখ সালাহউদ্দিন ফিরোজ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল আলিম, অফিস সহকারী মোঃ রবিউল ইসলাম রুবেল প্রমূখ।