টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সাড়ে ৭ হাজার দিনের ফুটবল ক্যারিয়ারে প্রথম ব্যতিক্রম, বার্সার সঙ্গে চুক্তি শেষ মেসির!

সাড়ে ৭ হাজার দিনের ফুটবল ক্যারিয়ারে প্রথম ব্যতিক্রম, বার্সার সঙ্গে চুক্তি শেষ মেসির!

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ৭ হাজার ৫০৪ দিন আগে ন্যাপকিন পেপারে স্বাক্ষর করে যোগ দিয়েছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। এরপর গেল সাড়ে ৭ হাজার দিনে তার সঙ্গে কখনও চুক্তির মেয়াদ শেষ হয়নি কাতালান ক্লাবটির। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি হয়েছে বার্সার সঙ্গে। কিন্তু দীর্ঘ এই ফুটবল ক্যারিয়ারে এবারই ঘটল ব্যতিক্রম ঘটনা। ৩০ জুন কাতালানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি আর্জেন্টাইন সুপারস্টার।

আজ ১ জুলাই থেকে লিওনেল মেসি আর বার্সেলোনার খেলোয়াড় নন। তার মানে এই নয় যে তিনি আর কাতালান ক্লাবটির হয়ে খেলবেন না। তার সঙ্গে চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বার্সেলোনার প্রেসিডেন্ট ইউয়ান লাপোর্তা। তাদের বিশ্বাস মেসি তার চুক্তি নবায়ন করবেন। সে কারণে তিনি বার্সা সমর্থকদের শান্ত থাকতে বলেছেন। তাদের দৃঢ় বিশ্বাস মেসি শিগগিরই কলম হাতে তুলে নেবেন এবং আবার নীল-লাল রঙের জার্সি পড়ে মাঠে নামবেন।

কিন্তু এই মুহূর্তে মেসি ফ্রি। তিনি চাইলে বার্সেলোনা ছেড়ে যেকোনও ক্লাবে যোগ দিতে পারবেন।

তবে মেসিকে নিয়ে গুঞ্জনও ছড়াচ্ছে বেশ। কেউ কেউ বলছেন মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। তবে আগামী চার-পাঁচদিনের আগে কিছুই বলা যাচ্ছে না। মেসি ও তার বাবার চাওয়া-পাওয়ার সঙ্গে বার্সেলোনা একমত হলেই আবারও কাতালানদের জার্সি গায়ে মাঠে দেখা যাবে মেসিকে।

অবশ্য আর্থিক সংকটের কারণে বার্সা এবার কালক্ষেপণ করছে মেসি ও তার বাবার দাবি-দাওয়া মেনে নিতে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital