টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ইরাক যুদ্ধের ‘প্রধান পরিকল্পনাকারী’ আর নেই

ইরাক যুদ্ধের ‘প্রধান পরিকল্পনাকারী’ আর নেই

ইরাক যুদ্ধের প্রধান পরিকল্পনাকারীদের একজন ডোনাল্ড রামসফেল্ড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত বুধবার রামসফেল্ডের পরিবার জানায়, নিউ মেক্সিকোর শহর তাওসে নিজের বাড়িতে মারা যান তিনি। তারা এক বিবৃতিতে জানায়, ‘জনসেবায় ছয় দশক ধরে অসাধারণ সাফল্যের জন্য তাকে মনে রাখবে ইতিহাস।’

বিবিসির খবরে বলা হয়, রামসফেল্ড দুইবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। এছাড়া প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে দায়িত্ব পালন করার সময়, ৯/১১ হামলার পর তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ অন্যতম সমর্থক বা প্রবক্তা ছিলেন রামসফেল্ড। ইরাকে ব্যাপক ধ্বংসযজ্ঞের অস্ত্র রয়েছে দাবি করে মার্কিন সেনাবাহিনী ২০০৩ সালে দেশটিতে আক্রমণ করে। তবে তেমন কোনো অস্ত্রের সন্ধান পায়নি তারা।

এই সংঘাতের ফলে তিন বছর পরে পদত্যাগ করেন রামসফেল্ড। অনেক বিশেষজ্ঞ ইরাক আক্রমণে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে দোষারোপ করেন। তবে দৃঢ়ভাবে নিজের বিশ্বাসে অটল ছিলেন রামসফেল্ড।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital