টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইয়াবা নিয়ে প্রবেশকালে কারারক্ষী আটক

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইয়াবা নিয়ে প্রবেশকালে কারারক্ষী আটক

গাজীপুরে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় শাহিনুর ইসলাম (২৮) নামে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৯টার দিকে কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে তাকে আটক করাহয়। আটককৃত শাহিনুর ইসলাম ঢাকার ধামরাই থানার কুশোরিয়া ইউনিয়নের রাধানগর এলাকার মো. জলিলের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার সৈয়দ সায়েম হোসেন জানান, কারারক্ষী শাহিনুর ইসলাম রাতে বাইর থেকে কারাগারে প্রবেশ করছিলেন। এক পর্যায়ে আরপি গেটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার কাছে থেকে ১৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে কারারক্ষী শাহিনুর ইসলাম ও উদ্ধারকৃত ইয়াবাসহ গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, শাহিনুর ইসলাম ইয়াবাসহ আটকের পর থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital