টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
তাহিরপুর করোনা পরিস্থিতে কঠোর লকডাউনে উপজেলা প্রশাসন  

তাহিরপুর করোনা পরিস্থিতে কঠোর লকডাউনে উপজেলা প্রশাসন  

সুনামগঞ্জের তাহিরপুরে অদৃশ্য শক্তি করোনা পরিস্থিতি রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১জুলাই)ঝড়বৃষ্টি উপেক্ষাকরে সকাল থেকে বিকাল পর্যন্ত,উপজেলার হাওর কেন্দ্রিক প্রত্যন্ত অঞ্চলের ৭টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও স্বাস্থ্যবিধি না মানায়, মোবাইল কোর্টের মাধ্যমে ১২জনকে ১০হাজার ৪,শত টাকা জরিমানা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা,(নির্বাহী ম্যাজিস্ট্রেট)মোঃ রায়হান কবীর।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির বলেন, হাওরবেষ্ঠিত তাহিরপুর উপজেলার মানুষজনের মাঝে এখনও জনসচেতনা সৃষ্টি হয়নি। তবে আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করে মানুষকে সচেতনের পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে বিভিন্ন জরিমানাও আদায় করছি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital