১জুলাই সকাল ৬.০০ ঘটিকা হতে ৭ জুলাই ২০২১ খ্রি. তারিখ মধ্যরাত পর্যন্ত) মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নে। দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার সকাল থেকে সেনা বাহিনী ও উপজেলা পুলিশ প্রশাসন যৌথ মহড়া, সচেতনমুলক প্রচারণা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় জরুরী প্রয়োজন ছাড়া যারা ঘরের বাহিরে বের হয়ে বাজার ও রাস্তা দিয়ে চলাচল করে জন সমাগম করেছেন তাদেরকে জরিমানার আওতায় আনা হয়। এছাড়া সকাল থেকে খোলা হয়নি কাঁচা ও নিত্যপণ্য, জরুরি ঔষধের দোকান ব্যতীত অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক গুলোতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের অপ্রতুল ছোট ছোট যানবাহন ছাড়া চলেনি কোন যানবাহন। বন্ধ ছিল সরকারি-বেসরকারি অফিস।
নাগরপুর উপজেলা সদর বাজার ও ধুবড়িয়া সহ বেশ কয়েকটি বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান ও সহকারি কমিশনার (ভূমি) তারিন মাসরুর, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় আরো সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নাগরপুর থানা ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সহ পুলিশ সদস্য আনসার ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮৬০ এর ২৬৯ ধারায় ২১টি মামলায় পথচারি সহ দোকানীকে ৬ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।