টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
যুক্তরাষ্ট্রে ভয়াবহ সাইবার হামলা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সাইবার হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০০টি প্রতিষ্ঠানে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটিতে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা হানট্রেস ল্যাব জানায় বলেও প্রতিবেদনে বলা হয়। হানট্রেস ল্যাবের বিবৃতিতে বলা হয়, ফ্লোরিডা ভিত্তিক আইটি কোম্পানি কাসেয়াকে লক্ষ্য করে হ্যাকাররা এই হামলা চালায়। এর আগে তারা ক্যাসেয়ার সফটওয়ার ব্যবহার করা করপোরেট নেটওয়ার্কগুলোতে হামলা চালায়। তারা এ ঘটনার তদন্ত করছে বলে জানায় হানট্রেস ল্যাব।

আরো বলা হয়, রাশিয়া সংশ্লিষ্ট হ্যাকার গ্রুপ রেভিল (REvil) এই হামলা চালিয়েছে বলে তাদের ধারণা। রেভিল হলো বিশ্বের সবচেয়ে বিস্তৃত এবং লাভজনক সাইবার অপরাধী গ্রুপ। গত মে মাসে তারা বিশ্বের সর্ববৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান জেবিএস-এ হামলা চালায় বলে এফবিআই অভিযোগ করে।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্র যখন সপ্তাহব্যাপী স্বাধীনতা দিবস উদযাপনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সংস্থা এই হামলার ঘটনার তদন্ত করছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital