টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পালিয়ে যাওয়া আসামি জঙ্গল থেকে আটক

পালিয়ে যাওয়া আসামি জঙ্গল থেকে আটক

নোয়াখালীর ভাসানচর থানার হাজতখানা থেকে মো. সাহেদ নামে পালিয়ে যাওয়া রোহিঙ্গা যুবককে ফের আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভাসানচরের বেড়িবাঁধ সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সে ভাসানচরের ৫৬ নম্বর ক্লাস্টারের এম-৬ রুমের বাসিন্দা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৮টার দিকে সাহেদকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার (২ জুলাই) রাত ২টা থেকে ৪টা ১০মিনিটের মধ্যে সে হাজতখানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।

উল্লেখ্য, ভাসানচরে ভাঙচুরের মামলায় সাহেদকে গ্রেফতার করা হয়েছিল।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital