টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নতুন গান প্রকাশ করলেন সাড়া জাগানো ব্যান্ড প্রমিথিউসের বিপ্লব

নতুন গান প্রকাশ করলেন সাড়া জাগানো ব্যান্ড প্রমিথিউসের বিপ্লব

নিজের ইউটিউব চ্যানেল ‘বিপ্লব প্রো’তে ভিডিও আকারে নতুন গান প্রকাশ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিপ্লব। এই গানের মাধ্যমে নব্বই দশকে সাড়া জাগানো ব্যান্ড প্রমিথিউসের দলনেতা ও গায়ক, সংগীত পরিচালক বিপ্লব বহুদিন পর ভক্তদের সামনে হাজির হয়েছেন।

‘চাইলে আমি পাখি হয়ে যাই/ চাইলে আবার দূরে সরে যাই/ ইচ্ছে হলেই স্বপ্ন হবো/ তোমার চোখের তারায় আলো ছড়াবো’- ‘পাখি’ শিরোনামের নতুন এই গানটি শিল্পীর সঙ্গে যৌথভাবে লিখেছেন রাজু চৌধুরী। সুর ও সংগীতায়োজনে বিপ্লব নিজেই।

গানটি প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘প্রবাসে থাকলেও শ্রোতাদের কথা ঠিকই মনে পড়ে। যখনই সময় পাই নতুন গান তৈরির চেষ্টা করি। সেই চেষ্টা থেকেই ‘পাখি’ গানটি করা। গানটি রক ধাঁচের হলেও এতে মেলোডির ছোঁয়া রয়েছে। শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’

উল্লেখ্য, কয়েক বছর ধরেই নিউইয়র্কে সপরিবারে বসবাস করছেন বিপ্লব। তার বড় ছেলে আদিব সেখানকার একটি স্কুলে টেনথ গ্রেডে আর মেয়ে তটিনী নাইনথ গ্রেডে পড়ছে। ছোট ছেলে অ্যারন পড়ে কিন্ডারগার্টেনে। তিনি এখন নিউইয়র্কের ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন। পাশাপাশি সংগীতচর্চাও চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital