৪ জুলাই রবিবার সরেজমিন উক্ত হাটে গেলে দেখা যায়, চাটমোহরের পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার মসিন্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে মকবুল হোসেন, কুদরত প্রাং এর ছেলে রবিসহ দশ বারো জন বিক্রেতা কারেন্ট জালের দোকান পেতে বসে কারেন্ট জাল বিক্রি করছেন। কাছিকাটা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে আব্দুল কুদ্দুস এবং মসিন্দা গ্রামের শফিকুল ইসলাম জানান, প্রতি রবিবার হাটের দিন অন্তত আট থেকে দশজন ব্যক্তি হাজার হাজার টাকার কারেন্ট জাল বিক্রি করেন এ হাটে। পৌর সদরের বালুচর মহল্লার সিদ্দিক মিলন জানান, চাটমোহরের নদী বিল খাল গুলোতে পানি আসতে না আসতেই এক শ্রেণীর অসাধূ মৎসজীবি কারেন্ট জাল ও চায়না জাল পেতে বিভিন্ন প্রজাতির ডিম ওয়ালা মা মাছ নিধন করছেন। এ সুযোগ কাজে লাগাতে অসাধু কারেন্ট জাল ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, কারেন্ট জাল ক্রয় বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ। এ ব্যাপারে খুব শীঘ্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।