জানা যায়, মাইক্রোসফট এর Azure cloud system এর বেশকিছু ভুল ধরিয়ে এবং তার সমাধান সূত্র কোম্পানিকে জানিয়ে এ পুরষ্কার পান তিনি।
অদিতি সিং হলেন একজন এথিকাল হ্যাকার। বিগত দুই বছর ধরে এটাকে তিনি পেশায় পরিণত করেছেন। তিনি প্রথম হ্যাক করেছিলেন তার প্রতিবেশীর ওয়াইফাই পাসওয়ার্ড। এরপর থেকেই একের পর এক হ্যাক করার বিষয়ে ক্রমশ দক্ষ হয়ে ওঠেন। সূত্র: ইন্ডিয়া টুডে, জি নিউজ