রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশী ট্রাকে করে উপহারের এ আম পাঠানো হয়। বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে কোলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের উপহারের আমবোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল ২ হাজার ৬০০ কেজি আম। ২৬০টি কর্টিুনে করে আমগুলো পাঠানো হয়।
সূত্র : ইউএনবি