টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
শ্রীপুরে লকডাউনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।

শ্রীপুরে লকডাউনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।

করোনা ভাইরাস প্রার্দূভাব প্রতিরোধে সারাদেশ ব্যাপী ৭ দিনের লকডাউনের অংশ হিসেবে মাগুরা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপণায় পুরো জেলাতেই  কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে লকডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। যতদিন না এ করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব হবে, ততদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে ।
লকডাউন শুরুর প্রথম দিন থেকেই মাঝে মাঝে ভারী বর্ষণ ও মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিউজা উল জান্নাহ এর নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহযোগিতায় বিভিন্ন হাট-বাজার, দোকান পাট ও সড়কে অব্যাহতভাবে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে ।
জেলা, উপজেলা প্রশাসনের কড়া নজরদারি, সেনাবাহিনী ও পুলিশি টহলের কারণে সকল সড়কে যানবাহন চলাচল ও দোকান পাট বন্ধ রয়েছে। সড়কে পথচারীদের আনাগোনা নেই বললেই চলে । হাট-বাজার লোকজন জনশূণ্য হয়ে পড়েছে । একই সাথে হতদরিদ্র , দুঃস্থ্য ও অসহায় মানুষের দুঃখ, দূর্দশা লাঘবে শ্রীপুুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রতিনিয়তই লোকজনদের মাঝে পৌছে দেওয়া হচ্ছে ।
 অপরদিকে বিধিনিষেধ উপেক্ষা করে যারা ঘরের বাইরে বের হচ্ছে, দোকানপাট খুলে রেখে ব্যবসা করছে, অবৈধভাবে মোটরসাইকেল চালাচ্ছে, মাস্ক ব্যবহার করছে না ও নোংরা পরিবেশে প্যাথলজি পরিচালনা করছে তাদের বিরুদ্ধেও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে।
 উপজেলা সদরসহ বৃহত্তর লাঙ্গলবাঁধ, খামারপাড়া, সাচিলাপুর, রাধারনগর ও নাকোলসহ বিভিন্ন হাট-বাজারে লোকজন যাতে ভীড় জমাতে না পারে সে বিষয়েও নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের মাধ্যমে সর্বাত্বক মনিটরিং করা হচ্ছে ।
এবিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিউজা উল জান্নাহ বলেন, চলমান যে করোনা মহামারি এ করোনা মহামারি প্রতিরোধ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করেছেন । যতদিন না আমরা এ করোনা ভাইরাস মোকাবেলা করতে পারব ততদিন এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital