টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নওগাঁর আত্রাইয়ে কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে খরিপ ২/ ২০২১-২২  মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

রোববার সকালে কৃষিসম্প্রসারণ অধিদপ্তর আত্রাই,নওগাঁর আয়োজনে উপজেলা চত্বরে করোনা ভাইরোসে সামাজিক দূরত্ব বজায় রেখে একশত পঞ্চাশ জন পেল কৃষি প্রণোদনার ধান বীজ ও সার। প্রতি কৃষককে রোপা-আমন(হাইব্রিড) দুই কেজি ধান বীজ,বিশ কেজি ডিএপি সারও দশ কেজি এমওপি সার,এ ছাড়া রোপা-আমন(উফশী) পাঁচ কেজি ধান বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কেএম কাওছার উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওআহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী,উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital