নিহতে কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সানি দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া বলেন, পোস্তগোলা সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস সানিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।