টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
জাপানে ভূমিধসে তিনজন নিহত, নিখোঁজ শতাধিক

জাপানে ভূমিধসে তিনজন নিহত, নিখোঁজ শতাধিক

জাপানের সাগরতীরবর্তী শহর আতামিতে প্রবল বৃষ্টি ও ভূমিধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে নিখোঁজ রয়েছেন শতাধিক।

শনিবার আতামিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়। একপর্যায়ে ভূমিধস হয়। ভূমিধসের দুইদিন পর স্থানীয় সময় আজ সোমবার বিধ্বস্ত ঘরবাড়ি ও রাস্তায় অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বৈরি আবহাওয়ার কারণে সেখানে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। খবর- রয়টার্স

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের মধ্যে উদ্ধারকারীর সংখ্যা বেড়ে দেড় হাজার জনে দাঁড়িয়েছে এবং আরও বাড়তে পারে।

পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারে কাজ করছেন। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা সবাইকে উদ্ধার করতে চাই।

উদ্ধারকারী দলের মুখপাত্র হিরোকি ওনুমা রয়টার্সকে বলেন, টোকিওর দক্ষিণ–পশ্চিমাঞ্চলের আটামি শহরে আরও এক নারীর মৃত্যু নিশ্চিত হয়েছে। সেখানে ১১৩ জন নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।

ওনুমা জানান, আটামিতে এখন বৃষ্টি থেমে গেছে। কিন্তু আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় ফের ভূমিধসের সম্ভাবনা বাড়ছে। ​পরিস্থিতি কোন দিকে যেতে পারে, তা বোঝা যাচ্ছে না

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital