টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
জি কে শামীমকে দেয়া ১০ কোটি টাকা ফেরত আনলো গণপূর্ত

জি কে শামীমকে দেয়া ১০ কোটি টাকা ফেরত আনলো গণপূর্ত

প্রকল্পের কাজ শুরুর আগেই আলোচিত জি কে শামীমের ঠিকাদার সিন্ডিকেটকে দেয়া ১০ কোটি টাকা ফেরত এনেছে গণপূর্ত অধিদপ্তর। আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের ঝুঁকিপূর্ণ বেজমেন্ট নির্মাণে বরাদ্দ দেয়া ওই অর্থ জমা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আক্তার।

তিনি বলেন, ২০১৮ সালের অক্টোবরে ২৪ মাস সময় বেঁধে দিয়ে আগারগাঁও নিউরো সায়েন্সেস হাসপাতালের তিনটি বেজমেন্টসহ ১২ তলা বর্ধিত ভবনের চুক্তি স্বাক্ষর হয় জি কে বিল্ডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। চুক্তির আলোকে চার মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে বেজমেন্টের কাজ শুরু করা হয়। কিন্তু কৌশলে ঠিকাদার প্রতিষ্ঠান কাজের পূর্বে চতুর্থ কিস্তিতে ১০ কোটি টাকার বেশি বিল নিয়ে নেয়।

তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্য আরও দুটি প্রকল্পের ৩৫ কোটি টাকার বেশি অর্থ জামানত রাখা হয়। সেখান থেকে তুলে এ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হয়। গণপূর্ত অধিদপ্তরের চলমান কাজ যাতে আরো স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় সে ব্যাপারে নির্বাহী প্রকৌশলীকে নিদের্শনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital