অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে চার নারীসহ আটজনকে আটক করেছে দর্শনা থানা পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজনকে অপ্রাপ্ত বয়স্ক দেখিয়ে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইদহের শ্রীরামপুর বিশ্বপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. হাসান (৩৫), ভোমরাডাঙ্গা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে ইয়াছিন আলী (৩২), একই এলাকার শাহা মল্লিকের ছেলে মো. শিমুল (২০), সাবদালপুর এলাকার আজির বক্সের ছেলে মিলন মন্ডল (৩৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার তমালতলা গ্রামের হাসান আলীর স্ত্রী নাহার খাতুন ওরফে হাফিজা (৩৬)-সহ আরও তিন তরুণী।
দর্শনা থাকার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, দর্শনা মোহাম্মদপুর এলাকার আক্তারুজ্জামান মাসুম মাস্টারের বাড়ি ভাড়া নিয়ে বেশ কিছুদিন বসবাস করছিলেন নাহার খাতুন ওরফে হাফিজা। এ বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আসা যাওয়া ছিলো। মঙ্গলবারও বেশকিছু তরুণ-তরুণী ওই বাড়িতে অবস্থান করছিল। এ ঘটনায় স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই ওই বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা ছিল। মঙ্গলবারও কয়েকজন তরুণ-তরুণী সেখানে অবস্থান করে অসামাজিক কাজে লিপ্ত হয়।
তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে তিন তরুণী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি পাঁচজনকে থানা হাজতে আটকে রাখা হয়েছে। বুধবার (৭ জুলাই) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, অসামাজিক কাজের অভিযোগে আটক বিষয়টি জানতে দর্শনা থানার অফিসার ইনচার্জকে ফোন দিলে তিনি নানাভাবে কালক্ষেপণ করতে থাকেন। সবশেষ রাত ১১টার দিকে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।