৫ জুলাই সোমবার দুপুরে পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এ সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সিস্টেমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মুহাম্মদ আলীসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা।
ডা. সালেহ মুহাম্মদ আলী বলেন, দীর্ঘদিন ধরে পাবনা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের জন্য কাজ চলছিল। গত মাসে প্রতিটি ওয়ার্ডের শয্যার পাশে অক্সিজেনের সংযোগ পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়। কিন্তু যে প্রক্রিয়ায় এই প্লান্টে অক্সিজেন চালু হবে সেটি এখনো হয়নি।
বর্তমানে করোনার ঊর্ধ্বগতির জন্য হাসপাতালে অক্সিজেন সংকট হওয়ায় এই প্লান্টের সঙ্গে বড় ১২টি সিলিন্ডার লাগিয়ে শুধু করোনা ওয়ার্ডের রোগীদের জন্য ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এই হাসপাতালে এখন পর্যন্ত কোনো রোগী অক্সিজেন সংকটে মারা যাননি বলেও জানান তিনি।