টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ফুটফুটে ছেলেসন্তানের মা হলো ধর্ষণের শিকার সেই কিশোরী

ফুটফুটে ছেলেসন্তানের মা হলো ধর্ষণের শিকার সেই কিশোরী

লালমনিরহাটের কালীগঞ্জে ফুটফুটে এক ছেলেসন্তান জন্ম দিয়েছে ধর্ষণ হওয়া সেই কিশোরী।

গত রোববার (৪ জুলাই) রাতে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মা হয় ওই কিশোরী। এর আগে গত ২০ এপ্রিল কিশোরীর বাবা বাদী হয়ে রবিউল ইসলাম (২২) নামের একজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছিলেন। তবে মামলার আড়াই মাসেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রবিউল উপজেলার একরামুল হকের ছেলে।

ভুক্তভোগীর পরিবার জানায়, অন্তঃসত্ত্বা হওয়ার ৯ মাস অতিবাহিত হলে শনিবার (৩ জুলাই) থানা পুলিশের কাছে যায় কিশোরীর পরিবার। পরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন মামলাটির তদন্তকারী কর্মকর্তাকে দিয়ে কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রোববার রাতে সেখানেই ওই কিশোরী একটি ছেলেসন্তানের মা হয়। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছে। কান্নাজড়িত কণ্ঠে কিশোরীর মা বলেন, দুই বেলা দুমুঠো খাবারের জন্য মাটি কাটার কাজ করে সংসার চালাই। গরীব হলেও আমাদের সম্মান আছে। বর্তমানে মানুষকে আমরা মুখ দেখাতে পারি না। নবজাতক এই সন্তানের ভবিষ্যত এখন কী হবে? আমার মেয়ের সর্বনাশকারীর ফাঁসি চাই।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বেলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital