বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ আলী পাপ্পু জয়পুরহাট পৌর শহরের শেখপাড়া মহল্লার আজাদ হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বাংলাদেশ জার্নালকে জানান, স্থানীয় কয়েকজন শিশু-কিশোর বারোঘাটি পুকুরে লাফ দিয়ে দিয়ে গোসল করছিল। এর সাথে পাপ্পুও লাফ দেয়। তখন সবার অজান্তে সে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ভাসতে দেখা যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।