টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
জন্মদিনে সৌরভকে চমক দিলেন মমতা

জন্মদিনে সৌরভকে চমক দিলেন মমতা

সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রতিবছরই শুভেচ্ছা জানানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন কিছু নয়। তবে এবার তিনি কিছুটা ভিন্নতা আনলেন। সৌরভকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতেই চলে যান তিনি। প্রথমবারের মতো বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানোয়, যা যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ বলে মনে করছেন কোলকাতাবাসী।

আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯তম জন্মদিন ছিল। বিকেল পাঁচটা নাগাদ সৌরভের বেহালার বাড়িতে যান মমতা। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সৌরভও পাল্টা ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রীকে। পরে বিকেল ৫টা ৪৭মিনিটে মুখ্যমন্ত্রী বেরিয়ে যান।

সৌরভ এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সম্পর্ক বরাবরই ভাল। বহুবার সৌরভ মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। কিন্তু এভাবে আলাদা করে সৌরভকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানাতে আগে কখনো যাননি মমতা।

বৃহস্পতিবার সৌরভের জন্য মমতা মিষ্টি এবং পুষ্পস্তবক নিয়ে গিয়েছিলেন। দুইজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় বলে জানায় আনন্দবাজার।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital