টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
তারকাবহুল ‘মরীচিকা’ আসছে ১২ জুলাই

তারকাবহুল ‘মরীচিকা’ আসছে ১২ জুলাই

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল ওয়েব সিরিজ ‘মরীচিকা’। ৮ পর্বের এ সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।

শুটিং শুরুর সময় থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সিরিজটি। নানা চমকে ভরপুর তারকাবহুল এই সিরিজটির সেই আলোচনায় উত্তেজনার পারদ চড়ায় সিরিজটির ট্রেলার।

ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকি জানিয়েছে, আগামী ১২ জুলাই রাতে তাদের অ্যাপ ও ওয়েবসাইটে অবমুক্ত হতে যাচ্ছে ‘মরীচিকা’। এ সিরিজটির মধ্য দিয়েই উদ্বোধন হতে যাচ্ছে দেশের নতুন এ স্ট্রিমিং প্লাটফর্ম।

নির্মাতা শিহাব শাহীন বাংলাদেশ বলেন, চরকির জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি চরকি একদিন বাংলা ভাষার সেরা প্লাটফর্ম হয়ে দাঁড়াবে।

‘মরীচিকা’ প্রসঙ্গে এ নির্মাতা বলেন, মরীচিকা হচ্ছে একজন হোঁচট খাওয়া পুলিশ অফিসারের স্ট্রাগলের গল্প, একজন ঘৃণ্য অপরাধীর অন্ধকার জীবনের গল্প, সর্বোপরি মরীচিকা এক নারীর ঘুরে দাঁড়িয়ে ‘না’ বলতে পারার গল্প। একটি হত্যাকাণ্ড কে ঘিরেই এই গল্প আবর্তিত হয়। মরীচিকা আমার বানানো সিরিজ। মরীচিকা দর্শকের জন্য বানানো সিরিজ।

সিরিজটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি, ফারহান আহমেদ জোভান, ফারজানা রিক্তা প্রমুখ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital