পাবনার ভাঙ্গুড়ায় করোনায় আক্রান্ত রোগীর জন্য আক্সিজেনের ব্যবস্থা করলেন মেয়র গোলাম হাসনাইন রাসেল। ৮ জুলাই বৃস্পতিবার তিনি করোনা আক্রান্ত রোগী মোঃ ইমন হোসেনের জন্য অক্সিজেন সিলিন্ডারে ব্যবস্থা করেন।
জানা গেছে তিনি উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়িা গ্রামের বাসিন্দা মোঃ ইমন হোসেন গত কয়েক দিন ধরে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। এমন সময় তার অক্সিজেনের প্রয়োজন হলে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলকে জানান । খবর পেয়ে মেয়র গোলাম হাসনাইন রাসেল তিনি নিজেই অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করেন। ফলে বড় ধরণের সমস্যার হাত থেকে রক্ষা পান ইমন হোসেন।
মেয়র গোলাম হাসনাইন রাসেল করোনা ভাইরাস থেকে পৌরবাসীকে রক্ষা করার জন্য প্রথম দিকে থেকেই করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সুনাম অর্জন করেছেন।