টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
রাজশাহীর আলোচিত সেই মেয়র পাবনায় গ্রেফতার

রাজশাহীর আলোচিত সেই মেয়র পাবনায় গ্রেফতার

রাজশাহীর আড়ানী পৌরসভার আলোচিত মেয়র মুক্তার আলীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী থেকে ৯ জুলাই শুক্রবার ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে মেয়রকে নিয়ে বাঘা থানার আড়ানীতে নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান তেকে চার বোতল ফেনসিডিল, একশ গ্রাম গাঁজা, নগদ এক লাখ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’
উল্লেখ্য, গত ৭ জুলাই মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী এবং দুই ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় মুক্তার আলীসহ তার স্ত্রী, পুত্র এবং দুই ভাতিজার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। তখন থেকেই মেয়র মুক্তার আলী পলাতক ছিলেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital