টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
করোনা প্রতিরোধে থাইল্যান্ডে সোমবার থেকে কারফিউ

করোনা প্রতিরোধে থাইল্যান্ডে সোমবার থেকে কারফিউ

করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানী ব্যাংকক ও চারপাশের অন্তত ছয় প্রদেশে রাতের বেলা সাত ঘণ্টা কারফিউ জারি করতে যাচ্ছে থাইল্যান্ড। শুক্রবার টেলিভিশনে দেশটির করোনা পরিস্থিতি মোকাবিলায় স্থাপিত সেন্টার ফর কোভিড-১৯ সিচুয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (সিসিএসএ) প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

কারফিউর আওতায় সব ধরনের গণপরিবহণ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে জানানো হয়। তবে সুপার মার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকসের দোকান কারফিউতে খোলা থাকবে।

এই সিদ্ধান্তের ফলে রাজধানীর এক কোটির বেশি লোকের পাশপাশি আশপাশের এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জনগণের ওপর প্রভাব পড়বে।

জরিপ ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার দুপর ২.৩০ মিনিট পর্যন্ত থাইল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণে মোট তিন লাখ ২৬ হাজার আট শ’ ৩২ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে দুই হাজার ছয় শ’ ২৫ জন।

সূত্র : ভয়েস অব আমেরিকা

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital