নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুসে কারখানায় অগ্নিকাণ্ডে ৫৩ জন নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা সজীব গ্রুপের চেয়ারম্যান এমডিসহ ম্যানেজমেন্টের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো: জায়েদুল আলম এ তথ্য জানিয়েছেন। পুলিশ সুপার জানান, ভবনিটি নির্মাণে ত্রুটি ছিল বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। আমরা মনে করি, এটা ইচ্ছকৃত হত্যাকাণ্ড। এ ঘটনা একটি হত্যা মামলা হয়েছে। আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি বলেন, ঘটনাটি মর্মান্তিক। লাশ শনাক্তের জন্য ইতোমধ্যে স্বজনদের ডিএনএ টেস্ট শুরু হয়েছে।