টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সিনেমা আপনার জায়গা, নিপুনকে প্রসেনজিৎ

সিনেমা আপনার জায়গা, নিপুনকে প্রসেনজিৎ

নান্দনিক নির্মান শৈলীর কারণে অনেক দিন ধরেই দর্শকদের প্রশংসা পেয়ে আসছেন নির্মাতা আশফাক নিপুন। কিন্তু সম্প্রতি বানানো তার প্রথম ওয়েব সিরিজ ‘মহনগর’-এর জনপ্রিয়তা পূর্বের সবকিছুকেই যেন ছাপিয়ে গেছে। সামাজিক মাধ্যমে প্রতিদিনই নির্মাতার প্রতি দর্শকদের প্রশ্ন কবে আসছে মহানগর-এর সিজন-২। ঠিক এই অবস্থায় মহানগর-এর দর্শক হিসেবে আশফাক নিপুনকে ফোন করে প্রশংসায় ভাসিয়েছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

আশফাক নিপুন লেখেন, ‘মহানগর-এর গল্প বলার ধরনে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্স উনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুণ চরিত্রে মোশাররফ করিমের অভিনয় নিয়ে উনার মুগ্ধতা কম ছিলই না! এটাও বললেন, করিম ভাইয়ের মতো অভিনেতা এখন ওই বাংলাতেও আর দেখা যায় না। শিশুর মতো আগ্রহ নিয়ে মহানগর-এর শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, ঋতুপর্ণ ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন, উৎপল দত্তর কথা বলছিলেন আর এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না!’

আশফাক নিপুনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ওয়েব সিরিজটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাশার।

ওটিটি প্ল্যাটফর্ম হইচই অরিজিনালের ব্যানারে থ্রিলার ঘরানার সিরিজ ‘মহানগর’ মুক্তি পেয়েছে ২৫ জুন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital