সুনামগঞ্জের জামালগঞ্জে কোভিড-১৯ এর মহামারী উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, নিজে বাচুন, অন্যকে বাচাঁন, আপনার হাতেই রয়েছে আপনার সুরক্ষা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এমপি রতন এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর উদ্যোগে পথচারী ও স্থানীয় নারী পুরুষের মাঝে ১ হাজার মাস্ক ও সাবান বিতরণ করা হয়। সোমবার বিকেল উপজেলা পরিষদ গেইট, খাদ্য গুদাম, ফেরী ঘাট, আওয়ামীলীগের দলীয় কার্যালয়, মসজিদ মার্কেট প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।সারা বিশ্বে যখন করোনা ভাইরাস সংক্রমণের তীব্র গতিতে চলমান লকডাউনে সাধারণ মানুষকে সতর্কতা ও করোনা ভাইরাস প্রতিরোধে থ্রী ডব্লিও মেনে চলার আহবান জানান, শারিরিক দুরত্ব, হাত ধোয়া ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।
মাস্ক ও সাবান বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, জেলা শ্রমিকলীগের নেতা সায়েম পাঠান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুকবুল হোসেন আফিন্দী, বেহেলী ইউপি যুবলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ মাসুম, আওয়ামীলীগ নেতা মো. সাহাব উদ্দিন রিয়াজ, আলাউদ্দিন, সামছুল ইসলাম, কালিদাস রায় প্রমুখ।