টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
উৎসব আর সতীর্থদের মিস করছেন মেসি

উৎসব আর সতীর্থদের মিস করছেন মেসি

লিওনেল মেসি শুধু বড়মাপের ফুটবলারই নন, তার মন-মানসিকতাও কতটা উঁচুমানের, সেটা আরও একবার দেখা গেল আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জয়ের পর। স্বপ্নের মতোই দিন কাটছে আর্জেন্টিনা ফুটবলারদের। ২৮ বছরের অপেক্ষার অবসান হওয়া বলে কথা। সবাই তাই ভাসছেন উচ্ছ্বাসে।

পুরো আর্জেন্টিনাজুড়েই চলছে উৎসব। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আলবিসেলেস্তেরা। এরপর দলের সবাই চলে গেছেন নিজেদের বাড়িতে। তবে উৎসবের সঙ্গে সতীর্থদের মিস করছেন আলবিসেলেস্তে ফুটবলাররা।

প্রায় দুই মাস পরিবার ছাড়া আলাদা ছিলেন তারা। হোটেলে মেতেছিলেন খুনসুঁটি ও আড্ডায়। এখন বাসায় গিয়ে সেসব মিস করছেন লিওনেল মেসিরা। যার প্রমাণ মিলেছে কোপা জয়ী আর্জেন্টাইন ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসের ইনস্টাগ্রাম পোস্টে।

মেসি লিখেছেন, ‘আমি আজ ঘুম থেকে ওঠে তোমাদের খুঁজছিলাম। কিন্তু কেউ আমার পাশে ছিল না।’ মেসির এমন পোস্টে বেশ মজার উত্তর দেন পারেদেস। তিনি লিখেন, ‘রুম নম্বরটা পাঠিয়ে দেও এবং চলো যাই।’

২০০৪ সালের অক্টোবরে ১৭ বছর বয়সে মেসি বার্সেলোনার মূল দলের হয়ে অভিষিক্ত হন। বিশ্বসেরা হয়ে উঠতে খুব বেশি সময় নেননি। ২০০৬ বিশ্বকাপের আগেই মোটামুটি তারকাখ্যাতি পেয়ে গিয়েছিলেন। যদিও মেসির আসল উত্থান ২০০৭ সাল থেকে। সেবার ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মেসি ছিলেন সেরা তিনে। এরপর শুধুই সামনে এগিয়েছেন মেসি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital