টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরলেন কেপি শর্মা ওলি। এরপর নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর দেউবা।

দেশটির সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মঙ্গলবার (১৩ জুলাই) নেপালের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করেন তিনি। ৭৫ বছর বয়সী দেউবা নেপালি কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন। রেকর্ড গড়ে পঞ্চমবারের জন্য নেপালের প্রধানমন্ত্রী হলেন তিনি।

সোমবার (১২ জুলাই) নেপালের সুপ্রিম কোর্ট কেপি শর্মা ওলিকে সরিয়ে দুইদিনের মধ্যে তার জায়গায় নেপাল কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশ দেন। এরপর মঙ্গলবার (১৩ জুলাই) স্থানীয় সময় ৫টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি।

এ নির্দেশ দেয় ৫ বিচারপতির বেঞ্চ। নেপাল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি চোলেন্দ্র শামশের রানা। এছাড়াও চার সিনিয়র বিচারপতিও ছিলেন- বিচারপতি দীপত কুমার কারকি, বিচারপতি মীরা খাদেকা, বিচারপতি ঈশ্বর প্রসাদ খাতিওয়াড়া এবং বিচারপতি ড. আনন্দ মোহন ভাট্টারিয়া।

এর আগে, রাজনৈতিক অস্থিরতার জেরে ভেঙে দেওয়া হয়েছিল নেপালের সংসদ তথা মন্ত্রিসভা। পদত্যাগ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। পুনর্নিবাচনের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই দাবির পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। তাদের দাবির পক্ষেই কেপি শর্মা ওলিকে সরিয়ে তার জায়গায় নেপাল কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশ দেয় নেপালের সুপ্রিম কোর্ট।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital