টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাবনার ভাঙ্গুড়ায় খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

পাবনার ভাঙ্গুড়ায় খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

পাবনার ভাঙ্গুড়ায় গত কয়েকদিন ধরে বন্য একটি হনুমান খাবারের সন্ধানে লোকালয়ে এসে ঘোরাফেরা করতে দেখা গেছে। উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় ওই বন্য হনুমানটিকে ঘুরতে দেখে গেছে। তবে কারো কোন ধরণের ক্ষতি করেছে এমন অভিযোগ করেনি কেউ। বরং সাধারণ জনতা হনুমানটিকে একনজর দেখতে ভীড় করছে। কেউবা তাকে খাবার কিনে দিচ্ছে। বিষয়টি ওই এলাকায় সবার মুখে মুখেই আলোচনায় রয়েছে।

সরেজমিন উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় গিয়ে দেখো গেছে, একটি হনুমানকে ঘিরে বেশ কিছু জনতা দাড়িয়ে আছে। আর হনুমানটি একটি খাবারের দোকানের সামনে বসে আছে। কখনো কেউ কিছূ খাবার হনুমানটি দিকে ছুড়ে দিচ্ছে আবার কখনো কেউ বা তা কৌতুলবশত তাকিয়ে দেখছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে বন্য হনুমানটি হঠাৎ করে লোকালয়ে দেখা যাচ্ছে। রাতে উচু গাছে গাছে থাকলেও দিনের আলো ফুটলে দোকান পাট খুললে খাবারের দোকানের আশ পাশ দিয়ে ঘুরতে থাকে। কেউ কেউ তাকে খাবার দিলেও অনেকেই ছবি তুলতে দেখা গেছে। তবে কোথা থেকে হনুমানটি কিভাবে এসেছে তা কেউ বলতে পারে নি।

 

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital