বুধবার বিকেলে ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার হিসেবে তিনি দায়িত্ব বুঝে নেন। প্রথম কার্যদিবসে নবগত সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ানুল হালিমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান ও ধর্মপাশা থানার ওসি মো. খেলেদ চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা- কর্মচারীগণ ফুল দিয়ে বরণ করে নেন।
রেদওয়ানুল হালিম জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পান করে আসেছিল । রেদওয়ানুল হালিম ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
সকলের সহযোগিতায় নবাবগঞ্জ ভূমি অফিসকে আরো আধুনিক করে তুলবেন এবং জনগণের ভূমি সেবা নিশ্চিত করবেন বলে জানান, নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ানুল হালিম ।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, নবাগত সহকারী কমিশনার (ভুমি) যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।