টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাবনা ঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যানের বাড়ির ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

পাবনা ঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যানের বাড়ির ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদী শহরের কলেজ রোডের উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাসের নির্মাণাধীন বাড়ির একটি ভবনের তিনতলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

১৪ জুলাই বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আকবর হোসেন (৪০)। তিনি উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গোপালপুর মধ্যপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে।
এ ব্যাপারে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, ভবনটিতে কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা থেকে নিচে পড়ে যান আকবর। পরে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান জানান, দুর্ঘটনায় শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায় আকবরের। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital