টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
পাবনার আটঘরিয়ায় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

পাবনার আটঘরিয়ায় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

পাবনার আটঘরিয়ায় জোরপূর্ব অবৈধ ভাবে পানি বের দিয়ে ১ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে আব্দুল লতিফ ও তসলিমের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্থ ফজলুল হক সুবিচার চেয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, সম্পতি উপজেলা শ্রীকান্তপুর গ্রামের মৃত মোজ্জাম্মেল হক খানের ছেলে ফজলুল হক খান ২বিঘা জমির ওপর পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। একই এলাকার মৃত হারান খানের ছেলে আব্দুল লতিফ ও তসলিম হোসেন খানসহ কতিপয় স্বার্থবাদী লোকজন প্রভাব খাটিয়ে উক্ত পুকুরের পানি বের করে দেয়। এতে পুকুরে থাকা প্রায় ২০ থেকে ২৫ মণ মাছ নিধন করা হয় এবং অন্যত্র বের করে দেওয়া হয়েছে।

ফজলুল হক খান জানান, ‘আমার পুকুরে ২০-২৫ মণ মাছ ছিল। ক্ষমতার দাপট দেখিয়ে লতিফ ও তসলিম রাতের আধারে পুকুরের পার কেটে পানি বের করে দেওয়া কারনে পুকুরের পানি শুকিয়ে মাছ মারা যায় এবং মাছ পাশের বিলে বের করে দেয়। এতে আমার ১ লাখ টাকা ক্ষতি হয়েছে।’ বিষয়টি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরদাবী জানান তিনি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital