ভারতীয় গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন দাদা নিজেই। বলিউডে ভায়াকমের ব্যানারে তৈরি হবে এই ছবি। বাজেট ধরা হয়েছে ২০০ থেকে ২৫০ কোটি। ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ইতিমধ্যে অনুমতিও দিয়ে দিয়েছেন। জানা গেছে, বায়োপিকের কাজও এগিয়েছে বেশ।
যদিও সাবেক এই অধিনায়কের বায়োপিকে প্রধান চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে। জানা গেছে, বাস্তবের সৌরভকে রুপালি পর্দায় ফুটিয়ে তুলতেন পারেন অভিনেতা রণবীর কাপুর। সৌরভের চরিত্রে নাকি রণবীর কাপুরের নাম প্রায় চূড়ান্ত। তবে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তালিকায় আছে আরও দুজনের নাম, তবে তাঁদের নাম জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সৌরভের জীবন তুলে ধরা হতে পারে।