বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, দুই বন্ধু তারাব পৌরসভার রূপসী প্রধানবাড়ি এলাকার আল-আমিন শিকদারের ছেলে মাহিন ও মোল্লাবাড়ির দুলালের ছেলে সৌরভ ভুলতা এলাকা থেকে মোটরসাইকেলে রূপসী যাচ্ছিলেন।
হাসেম ফুড কারখানার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইলকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহিন নিহত হন। এ সময় গুরুতর আহত হন সৌরভ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।