উদ্ধারকৃত টাকা ব্যবসায়ীর হাতে তুলে দেয়া হয়। মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহর আড়পাড়া নতুন বাজার এলাকায় ছাগল ব্যবসায়ী আমির হোসেন ভুল করে এক ভ্যানের উপর টাকার ব্যাগ রেখে চলে যান। পরে অনেক খোজাখুঁজি করে না পেয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন।
কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী আমির হোসেন বারবাজার হাটে ছাগল কেনার উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া মাসুদ ও এএসআই তারিকুজ্জামান তাৎক্ষনিক ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাসি চালিয়ে এ টাকা উদ্ধার করেন।