টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
উইকেটে মাশরাফিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন সাকিব

উইকেটে মাশরাফিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন সাকিব

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচে সাকিব একাই নিয়েছেন ৫ উইকেট।

এদিন জিম্বাবুয়ের অধিনায়ক ব্র্যান্ডন টেইলরকে আউট করার মধ্য দিয়ে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন সাকিব আল হাসান। টেইলরকে সাজঘরে পাঠিয়ে রেকর্ডের খাতায় মাশরাফি বিন মর্তুজাকে পেছনে ফেলে দিয়েছেন সাকিব।

সাকিবের ওয়ানডেতে এটি ২৭০তম উইকেট। এতদিন রেকর্ডটি মাশরাফির (২৬৯) সঙ্গে ভাগাভাগি করেছিলেন সাকিব।

২৭০তম ওয়ানডে উইকেট তুলে নিতে ২১৩ ম্যাচ খেলেছেন সাকিব। মাশরাফি খেলেছেন ২১৮ ম্যাচ। তিনে থাকা সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক ১৫৩ ম্যাচে ঝুলিতে পুরেছিলেন ২০৭ উইকেট।

সাকিব শুধু ওয়ানডে নয়, এরইমধ্যে বাংলাদেশের জার্সিতে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটেও সর্বোচ্চ উইকেট শিকারি। লাল বলে তার উইকেটসংখ্যা ২১০টি এবং টি-টোয়েন্টিতে ৯২টি। এছাড়া সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সাকিব ৩৬২ উইকেট নিয়ে আছেন শীর্ষ ছয়ে।

সাকিব চতুর্থ অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান ও ২৫০ উইকেটের ডাবল কীর্তির মালিক। টি-টোয়েন্টিতে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ৫ হাজার রান, ৩০০ উইকেট এবং ৫০ ক্যাচের রেকর্ডও আছে তার।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital