শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা আক্রান্ত বর্ণ সাত দিন ধরে হাসপাতালটির লাইফ সাপোর্টে ছিলেন।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তিনি জানান, লাইফ সাপোর্টে থাকলেও তার অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। পরে ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। এরপর শনিবার রাত ১০টা ৪১ মিনিটে তিনি মারা যান।
তরুণ এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সংগীতাঙ্গনে। গীতিকার, সুরকার, গায়ক থেকে শুরু করে সংগীত ভুবনের কেউই মেনে নিতে পারছেন না। মাত্র ৩৫ বছর বয়সে বর্ণের মৃত্যু।